সোমবার ● ২৫ জুন ২০১২
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » বাড়িয়ে নিন ram এর গতি
বাড়িয়ে নিন ram এর গতি
উইন্ডোজ বাবহারের ফলে অনেক নিস্ক্রিয় প্রোগ্রাম ram এ জমা হয়, যা পিসির গতি কমিয়ে দেয়। এ রকম হলে আমরা সাধারণত পিসি রিস্টার্ট করে ram পরিস্কার ছাড়াই ram এ আসার প্রোগ্রামগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য ডেস্কটপে ফাকা জায়গায় মাউস রেখে ডান ক্লিক করে New–> shortcut এ যান। এখন যে ফাকা বক্সটি আসবে সেখানে নিচের কোডটি হুবহু লিখুনঃ %windir%\system32\rundll32.exe advapi32.dll.ProcessldleTasks
এবার Next নির্বাচিত করে clear ram নামে নতুন একটি শর্টকার্ট আইকন এসেছে। লক্ষ্য করুন, ডেস্কটপে নতুন আইকন এসেছে। এই আইকনটিতে দুই ক্লিক দিলেই ram এ আসার প্রোগ্রাম দূর হয়ে যাবে।