রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝুঁকিতে ১০ ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারী
ঝুঁকিতে ১০ ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারী
গুগলের নিরাপত্তা গবেষকরা অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে একটি ত্রুটি শনাক্তের দাবি করেছেন। যে কারণে স্যামসাং, শাওমি, অপো, হুয়াওয়ের পাশাপাশি গুগলের নিজস্ব পিক্সেল ব্র্যান্ডসহ মোট ১০টি স্মার্টফোন ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা এসব স্মার্টফোনে রুট অ্যাকসেস পেতে পারেন। যে কারণে ডিভাইসের নিয়ন্ত্রণ ও তথ্য বেহাত হতে পারে। অ্যান্ড্রয়েডের কার্নেল কোডে ত্রুটির কারণে যেসব স্মার্টফোন ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, সে ডিভাইসগুলো নিয়ে আয়োজনের আজ প্রথম পর্ব-
গ্যালাক্সি এস৭: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে ত্রুটির কারণে ঝুঁকিতে রয়েছেন স্যামসাং গ্যালাক্সি এস৭ স্মার্টফোন ব্যবহারকারীরা। বিশ্বব্যাপী কত ইউনিট গ্যালাক্সি এস৭ ডিভাইস ব্যবহূত হচ্ছে, তার তথ্য পাওয়া যায়নি। ডিভাইসটির ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব অপারেটিং সিস্টেম হালনাগাদ করার পরামর্শ দেয়া হয়েছে। গুগলের নিরাপত্তা গবেষকদের ভাষ্যে অ্যান্ড্রয়েডের কার্নেল কোডের ত্রুটি সারাইয়ে এরই মধ্যে প্যাচ সরবরাহ করা হয়েছে।
পিক্সেল ২: ২০১৭ সালের অক্টোবরে বাজারে ছাড়া হয় গুগল পিক্সেল ২ স্মার্টফোন। ডিভাইসটির অ্যান্ড্রয়েড ৯ এবং অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত সংস্করণ ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ডিভাইসটি উন্মোচনের সময় অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যা অ্যান্ড্রয়েড ১০ পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। যেসব ব্যবহারকারী এখনো অপারেটিং সিস্টেম হালনাগাদ করেননি, তারা নিরাপত্তা ঝুঁকিতে নেই বলে জানানো হয়েছে।
গ্যালাক্সি এস৮: ২০১৭ সালের এপ্রিলে বাজারে ছাড়া হয় স্যামসাং গ্যালাক্সি এস৮। ডিভাইসটি উন্মোচনের সময় অ্যান্ড্রয়েড ৭.০ নুগাট ব্যবহূত হয়েছিল, যা অ্যান্ড্রয়েড ৯.০ পাই পর্যন্ত হালনাগাদ সুবিধা রাখা হয়েছে। সম্প্রতি শনাক্ত হওয়া ত্রুটির কারণে বিশ্বব্যাপী গ্যালাক্সি এস৮ স্মার্টফোনের ব্যবহারকারীরা ঝুঁকিতে রয়েছেন। ডিভাইসটির ব্যবহারকারীদের যেকোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
গ্যালাক্সি এস৯: ২০১৮ সালের মার্চে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এস৯ স্মার্টফোন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কার্নেল কোডে ত্রুটির কারণে ডিভাইসটির ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। শুরুতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমসহ ডিভাইসটি সরবরাহ করা হয়, যা অ্যান্ড্রয়েড ৯.০ পাই পর্যন্ত হালনাগাদ পেয়েছে। ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে।
হুয়াওয়ে পি২০: ২০১৮ সালের এপ্রিলে বাজারে আসে হুয়াওয়ের হাই-এন্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি২০। ডিভাইসটির অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওসহ সরবরাহ করা হয়েছিল, অ্যান্ড্রয়েড ৯.১ পাই পর্যন্ত হালনাগাদের সুবিধা রাখা হয়েছিল। অ্যান্ড্রয়েড কার্নেল কোডের ত্রুটির কারণে ডিভাইসটির ব্যবহারকারীরা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। ব্যবহারকারীদের সফটওয়্যার হালনাগাদের পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: গ্যাজেটস নাউ