রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওরাকলের কো-সিইও মার্ক হার্ডের জীবনাবসান
ওরাকলের কো-সিইও মার্ক হার্ডের জীবনাবসান
মার্কিন টেক জায়ান্ট ওরাকল ইনকরপোরেশনের কো-সিইও মার্ক ভিনসেন্ট হার্ড মারা গেছেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ল্যারি এলিসন গতকাল মার্ক হার্ডের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। তার বয়স হয়েছিল ৬২ বছর। খবর এপি ও সিএনএন।
মার্ক হার্ড মার্কিন টেক পরিচালকদের মধ্যে খুবই স্বনামধন্য ছিলেন। ওরাকলের কো-সিইওর দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরসের সদস্যও ছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের আরেক টেক জায়ান্ট এইচপির চেয়ারম্যান, সিইও এবং প্রেসিডেন্টের দায়িত্ব সফলতার সঙ্গে সামলেছেন। তিনি গ্লোবালিটির বোর্ড অব ডিরেক্টর, টেকনোলজি সিইও কাউন্সিলের সদস্য হিসেবেও নিযুক্ত ছিলেন।
১৯৫৭ সালের ১ জানুয়ারি, নিউইয়র্কে জন্ম নেয়া মার্ক হার্ড টেক্সাসের বেইলর ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছিলেন। ২০১০ সালের ৬ সেপ্টেম্বর তিনি ওরাকলে যোগ দিয়েছিলেন। অসুস্থতার কারণে তিনি এক মাস ধরে ছুটিতে ছিলেন। মার্ক হার্ডের মৃত্যুতে ওরাকলের পক্ষ থেকে শোক প্রস্তাব প্রকাশ করা হয়েছে।