রবিবার ● ২৪ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিসিএস কম্পিউটার সিটির ২০১২-১৪ মেয়াদের নির্বাচন সম্পন্ন, সভাপতি - মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক - এ এস এম আবদুল মুক্তাদির
বিসিএস কম্পিউটার সিটির ২০১২-১৪ মেয়াদের নির্বাচন সম্পন্ন, সভাপতি - মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক - এ এস এম আবদুল মুক্তাদির
দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার বিসিএস কম্পিউটার সিটির ২০১২-১৪ মেয়াদের নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এ নিয়ে দুইবার কম্পিউটার সিটির সভাপতি নির্বাচিত হলেন।সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ এস এম আবদুল মুক্তাদির (৮১ ভোট)। তিনিও এ পদে আগে একবার দায়িত্ব পালন করেছেন।
নতুন কমিটির প্রাথমিকভাবে নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মো. মাজহারুল ইমাম (৯৪), সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. আল মামুন খান (১০৭), নির্বাহী সদস্য নাজমুল আলম ভূইয়া (৮৫), জিয়াউল হাসান ছিদ্দিক (৯২), আকতার হোসাইন খান (১২৪), মো. জাহিদুল আলম (১১৩), মো. রফিকুল আলম (১০৮)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এ এন এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. মনজুরুল হক, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মো. রফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক এ কে এম আতিকুর রশীদ।
সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, ১৫৪ জন ভোটারের মধ্যে ১৩৮ জন ভোট দেন।