বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের ত্রুটি ধরিয়ে দিলেই পুরস্কার
ফেসবুকের ত্রুটি ধরিয়ে দিলেই পুরস্কার
ফেসবুকে থাকা তথ্য অপব্যবহারের সন্ধান দিলেই তথ্যদাতাদের হাজার হাজার ডলার পুরস্কার দেবে ফেসবুক কর্তৃপক্ষ। এ জন্য নতুন একটি ‘বাগ বাউন্টি’ প্রগ্রাম চালুও করতে যাচ্ছে তারা।
এ প্রগ্রামের আওতায় ফেসবুকের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপে নিরাপত্তা ত্রুটির সন্ধান পেলেই ৫০ হাজার ডলার পর্যন্ত উপহার মিলবে। শুধু তা-ই নয়, ফেসবুকের মালিকানাধীন যেকোনো অ্যাপের ত্রুটির সন্ধান দিলেই পাওয়া যাবে ১৫ হাজার ডলার।