বুধবার ● ২৫ এপ্রিল ২০১২
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » কিবোর্ড ছাড়াই যেভাবে কম্পিউটার চালাবেন
কিবোর্ড ছাড়াই যেভাবে কম্পিউটার চালাবেন
কিবোর্ড নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় বিপদে পরে যাই। জরুরী কাজ অথচ কিবোর্ড নষ্ট, অথবা কোন কি কাজ করছে না। এই মুহুর্তে কেনাও সম্ভব নয়। দোকান যদি অনেক দূরে হয় তাহলেতো কথাই নেই।
কোন রকম কাজ চালানোর মত ১টা ব্যবস্থা আছে। তার জন্য প্রথমে আপনাকে Start বাটনে ক্লিক করতে হবে। তারপর
• All Programs >>> Accesories>>> Ease of Access>>>On-Screen Keyboard.
পেয়ে গেলেন আপনার কাংখিত কিবোর্ড——————-
এটা windows-7 এর জন্য, xp তে আরো সহজ। Accesories-এ গেলে virtual keboard নামে ১টা কিবোর্ড পেয়ে যাবেন।