সোমবার ● ১৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ২০২২ সালের মধ্যে আইফোনে ৫জি মডেম যোগ করবে অ্যাপল
২০২২ সালের মধ্যে আইফোনে ৫জি মডেম যোগ করবে অ্যাপল
২০২২ সালের মধ্যে আইফোনে নিজস্ব ৫জি মডেম যোগ করার পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ৫জি মডেমসহ আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে এই ডিভাইসগুলোতে রাখা হবে কোয়ালকমের ৫জি চিপ– খবর আইএএনএস-এর।
যত দ্রুত সম্ভব ৫জি প্রযুক্তির হাল ধরতে চলতি বছরের শুরুতেই ইনটেল-এর মডেম ব্যবসা কিনে নিয়েছে অ্যাপল। এর মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই হার্ডওয়্যারের আরেকটি অংশ প্রস্তুত করতে যাচ্ছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের পরবর্তী প্রজন্মের এই মডেম প্রকল্পের নেতৃত্ব দিতে পারেন এজিন তারজিওলো, ২০১৭ সালে অ্যাপল তাকে নিয়োগ দেওয়ার আগে কোয়ালকমের প্রকৌশল দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি, তারও আগে ছিলেন ব্রডকমের প্রিন্সিপল সায়েন্টিস্ট।
লাইসেন্সিং ফি নিয়ে মামলার পর ৫জি মডেমের শীর্ষস্থানীয় সরবরাহকারী কোয়ালকমের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছে অ্যাপল। চলতি বছরের এপ্রিল মাসেই এই মামলার মীমাংসা হলেও কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।