বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » ২৭ হাজার এমএএইচ ক্ষমতার পাওয়ারব্যাংক
২৭ হাজার এমএএইচ ক্ষমতার পাওয়ারব্যাংক
ব্যস্ত জীবনে স্মার্টফোনসহ বিভিন্ন বহনযোগ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে মানুষ পথিমধ্যেই অনেক জরুরি কাজ সেরে ফেলতে পারেন। তবে বহনযোগ্য ডিভাইসে চার্জ ধরে রাখার সমস্যায় পড়তে হয়। এ সমস্যার চটজলদি সমাধান দেয় পাওয়ারব্যাংক। তাই অধিক ক্ষমতাসম্পন্ন পাওয়ারব্যাংক খোঁজেন ব্যবহারকারীরা। মার্কিন প্রতিষ্ঠান আরএভিপাওয়ার বাজারে এনেছে ২৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) একটি পাওয়ারব্যাংক।
এটি দিয়ে একাধারে সব ধরনের ইউএসবি পোর্টে (এ ও সি) আউটপুট নেয়া সম্ভব। এটি থেকে এসি আউটপুটও পাওয়া যাবে। পাওয়ারব্যাংকের সঙ্গে দেয়া হবে বিশেষ একটি অ্যাডাপ্টার। এটি ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশের চার্জিং পোর্টে সংযুক্ত করে রিচার্জ করা যাবে। ছোট বই আকৃতির বহনযোগ্য এ পাওয়ারব্যাংক সম্পূর্ণ চার্জ হতে মাত্র ১ ঘণ্টা সময় নেয়। উড়োজাহাজে ভ্রমণের সময় প্রায় এক পাউন্ড ওজনের এ পাওয়ারব্যাংক অনায়াসে হ্যান্ড লাগেজে বহন করা যায়। ক্যালিফোর্নিয়াভিত্তিক আরএভিপাওয়ার এ পাওয়ারব্যাংকের দাম রেখেছে ১২৯ ডলার ৯৯ সেন্ট। সূত্র: জেডডিনেট