সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২১, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অ্যাপস কর্নার » জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু
প্রথম পাতা » অ্যাপস কর্নার » জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু
১৬৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোবাইল এ্যাপস চালু

---
দেশের শিক্ষা প্রতিষ্ঠাণগুলোর মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয় প্রথমবারের মতো মোবাইল অ্যাপস্ চালু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ কর্তৃপক্ষসহ যেকোন শিক্ষক-শিক্ষার্থী যাতে খুব সহজে কাক্সিক্ষত সেবা লাভ করতে পারেন সে লক্ষ্যে ওই চারটি অ্যাপস্ চালু করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ-শিক্ষক-শিক্ষার্থীদের জন্য যে চারটি অ্যাপস্ চালু করা হয়েছে সেগুলো হলো- এনইউ স্টুডেন্টস অ্যাপ, এনইউ কলেজ অ্যাপ, এনইউ টিচার্স অ্যাপ, এনইউ ফোন ডাইরেক্টরি অ্যাপ ।

বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এ অ্যাপগুলোর উদ্বোধন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠাণে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়টির প্রায় শতভাগ কার্যক্রম বর্তমানে আইসিটি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে। মোবাইল এ্যাপস্ এক্ষেত্রে নতুন সংযোজন। যোগাযোগ ও শিক্ষার সার্বিক উন্নয়নে এ প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে। তথ্য-প্রযুক্তি যোগাযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অগ্রবর্তী।

সভাপতির ভাষণে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, সারাদেশব্যাপী বিস্তৃত ২২৬০টি অধিভুক্ত কলেজ, ২৮ লক্ষাধিক শিক্ষার্থী ও ৬০ হাজারের অধিক শিক্ষক সংশ্লিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পদ্ধতিতে পরিচালন ও এর উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। তাই আমরা প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর প্রচেষ্টায় নিয়োজিত রয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কর্মকা- এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। চার ধরনের সেবা নিয়ে আজ যে মোবাইল এ্যাপস্-টির উদ্বোধন হলো, তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা এখন থেকে তাদের প্রয়োজনীয় তথ্যাদি তড়িৎ গতিতে হাতের মুঠোয় পেয়ে যাবেন। শিক্ষার সার্বিক উন্নয়নে এ যোগাযোগ মাধ্যম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাছান বাবু ও অধ্যাপক ড. মশিউর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মোবাইল এ্যাপসের বিভিন্ন সেবা তুলে ধরে ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন ও আইসিটি পরিচালক মোমিনুল ইসলাম কর্তৃক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি নিয়ে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ
কনজিউমার প্রোটেকশন অ্যাওয়ার্ড অর্জন করেছে অপো বাংলাদেশ
মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সে শিক্ষাবৃত্তি দিচ্ছে বিকাশ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪ হাজার শিক্ষার্থী পেল নতুন ল্যাপটপ
এনাবলার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো মাস্টারকার্ড
জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ
দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে ‘বেসিস জাপান ডে ২০২৪’
এআই অলিম্পিয়াডের বৈজ্ঞানিক কমিটির সদস্য হলেন বাংলাদেশের অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন
সিআইপি সম্মাননা পেলেন উল্কাসেমির সিইও মোহাম্মদ এনায়েতুর রহমান
রিয়েলমি সি৭৫ পানির নিচে সচল থাকবে ১০ দিন