বৃহস্পতিবার ● ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » এসেনশিয়াল এর রিমোটের মতো স্মার্টফোন
এসেনশিয়াল এর রিমোটের মতো স্মার্টফোন
টিভির রিমোট কন্ট্রোল যন্ত্রের মতোই স্মার্টফোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এসেনশিয়াল। অ্যান্ড্রয়েডের জনক হিসেবে পরিচিতি অ্যান্ডি রুবিন এসেনশিয়ালের প্রতিষ্ঠাতা। তাঁর প্রতিষ্ঠানের তৈরি রিমোটসদৃশ ফোনটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসেনশিয়ালের তৈরি দ্বিতীয় স্মার্টফোন এটি।
বাজার বিশ্লেষকেরা বলছেন, নতুন স্মার্টফোনটিতে সম্পূর্ণ নতুন নকশা করেছে এসেনশিয়াল। রুবিন নিজেই স্মার্টফোনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছেন। সে ছবিতে দেখা যায়, এসেনশিয়াল ফোনের অর্ধেকটা সাধারণ স্মার্টফোনের মতোই। তবে বাকি অংশটি আবার রিমোট কন্ট্রোলারের মতো। তবে হালকা-পাতলা এ স্মার্টফোনে কীভাবে নতুন ইউজার ইন্টারফেস যুক্ত করা হবে, বিষয়টি এখনো পরিষ্কার করা হয়নি। অবশ্য ফোনটিতে ম্যাপ চালানো বা অন্যান্য অ্যাপ চালানোর নানা সুবিধা থাকার বিষয়টি ছবির মাধ্যমে দেখিয়েছেন রুবিন।
নতুন এ স্মার্টফোনটির জন্য অ্যাপ তৈরি করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন অ্যাপ নির্মাতারা। এ জন্য নতুন নকশার অ্যাপ তৈরির প্রয়োজন পড়বে।
ফোনটির হার্ডওয়্যারের দিকে তাকালে দেখা যাবে, এর ডানদিকে ভলিউম ও পাওয়ার বাটন রয়েছে। পেছন দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি নিয়ে এখনো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এসেনশিয়াল। কবে নাগাদ এটি বাজারে আসবে বা এর দাম কী হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।