বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » চলতি বাজার » বসুন্ধরা সিটিতে মোবাইল আউটফিটারস
বসুন্ধরা সিটিতে মোবাইল আউটফিটারস
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করেছে মোবাইল আউটফিটারস। গতকাল সোমবার নতুন আউটলেট উদ্বোধন করেন ল্যাভিশো লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা সায়মা বিনতে ইলিয়াস। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলার এ ব্লকের ৭৭ নম্বর শপে মোবাইল আউটফিটারস আউটলেটে মোবাইলের ক্লিয়ার কোট, ফিউশন বাম্পার, স্টাইল স্ক্রিন সংক্রান্ত সেবা পাবেন গ্রাহকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাভিশো লাইফস্টাইলের সহ-প্রতিষ্ঠাতা এ. কে. এম ফজলুর রহমান, ব্র্যান্ড ব্যবস্থাপক জিয়া মহিউদ্দীন প্রমুখ।
সায়মা বিনতে ইলিয়াস বলেন, যমুনা ফিউচার পার্ক, পুলিশ প্লাজা কনকর্ড এবং সীমান্ত সম্ভারের পর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের যাত্রা শুরু হলো। মোবাইল ব্যবহারকারীদের কাছে ক্লিয়ার কোট, ফিউশন বাম্পার, স্টাইল স্ক্রিন এ তিনটি বিষয় জনপ্রিয় হয়ে উঠেছে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশেই গ্রাহকদের সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। থাকবে সেবার লাইফটাইম গ্যারান্টি।
বিশ্বের ৪৯ টির বেশি দেশে ৭১০ টির বেশি আউটলেট রয়েছে মোবাইল আউটফিটারসের।
এ. কে. এম ফজলুর রহমান বলেন, নতুন আউটলেটে সব ধরনের সেবার ওপর থাকবে মাস জুড়ে ২০% ছাড়। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা বা স্মার্ট ওয়াচের ৩৬০ ডিগ্রি ফুল বডি প্রোটেকশন, ম্যাট অ্যান্ড অ্যান্টি গ্লেয়ার প্রোটেকশন, বাম্পার, ফিউশন স্ক্রিন প্রক্টেটরের সেবা দেওয়া হবে।
মোবাইল আউটফিটারসের (এমও) বাংলাদেশে মাস্টার লাইসেন্স নিয়ে এসেছে ল্যাভিশো লাইফস্টাইল।