সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মাইক্রোসফটের নতুন ল্যাপটপ এক ঘণ্টায় চার্জ হবে ৮০ শতাংশ
মাইক্রোসফটের নতুন ল্যাপটপ এক ঘণ্টায় চার্জ হবে ৮০ শতাংশ
ম্যাকবুক এয়ারের চেয়ে তিন গুণ দ্রুত কাজ করতে সক্ষম তিন মডেলের সারফেস ল্যাপটপ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সারফেস ল্যাপটপ ৩’, ‘সারফেস প্রো ৭’ ও ‘সারফেস প্রো এক্স’ মডেলের ল্যাপটপগুলো প্রদর্শন করে তারা।
অনুষ্ঠানে জানানো হয়, টাচ স্ক্রিন সুবিধার ল্যাপটপগুলোতে দশম প্রজন্মের কোয়াড কোর ‘আইস লেক’ এবং এএমডি রাইজেন প্রসেসর ব্যবহার করায় এগুলো অ্যাপলের ম্যাকবুক এয়ারের তুলনায় তিন গুণ দ্রুত কাজ করবে। ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় মাত্র এক ঘণ্টার মধ্যেই ৮০ শতাংশ চার্জ হবে। স্ক্রিনের আকার এবং ধারণক্ষমতা অনুযায়ী বিভিন্ন দামে কেনা যাবে ল্যাপটপগুলো। অনুষ্ঠানে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা ল্যাপটপগুলোর পাশাপাশি ‘সারফেস নিউ’ নামের নতুন নোটপ্যাড এবং ইয়ারবাডসও উন্মুক্ত করা হয়।