সোমবার ● ৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » চন্দ্রপৃষ্ঠের হাই রেজ্যুলেশনের প্রথম ছবি প্রকাশ করল ইসরো
চন্দ্রপৃষ্ঠের হাই রেজ্যুলেশনের প্রথম ছবি প্রকাশ করল ইসরো
চন্দ্রযান ২ এর হাই রেজ্যুলেশন ক্যামেরায় তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ছবিতে চাঁদের দক্ষিণ মেরুতে স্পষ্ট দেখা যাচ্ছে ছোট গহ্বরগুলিও। এছাড়া সৌরবিকিরণ মাপতে চন্দ্রযান ২-এর এক্স রে স্পেক্ট্রোমিটার কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইসরো।
১৪ কিলোমিটার দীর্ঘ ও ৩ কিলোমিটার গভীর এই গহ্বরের খুঁটিনাটি ধরা পড়েছে চন্দ্রযান ২ এর ক্যামেরায়। চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে তোলা এই ছবি।
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে আছড়ে পড়ে চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’। থার্মাল ইমেজ থেকে বিক্রমের চাঁদের মাটিতে আছড়ে পড়ার কথা জানালেও যানটির সঙ্গে আর কোনও যোগাযোগ স্থাপন করতে পারেননি ইসরোর বিজ্ঞানীরা। এমনকী চাঁদের পৃষ্ঠে বিক্রমের কোনও ছবিও প্রকাশ করা হয়নি ভারতীয় মহাকাশ সংস্থার পক্ষ থেকে।
সূত্র: জি নিউজ