রবিবার ● ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » অ্যাপল কার্ডের আন্তর্জাতিক সংস্করণ আনতে যাচ্ছে অ্যাপল
অ্যাপল কার্ডের আন্তর্জাতিক সংস্করণ আনতে যাচ্ছে অ্যাপল
বৈশ্বিক পর্যায়ে অ্যাপল কার্ড চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি বলেছেন, অ্যাপল কার্ডের আন্তর্জাতিক সংস্করণ সবখানে পৌঁছে দিতে চাই। জার্মানির বিল্ড পত্রিকাকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কুক বলেছেন, বিভিন্ন দেশের নিয়ম কানুনে পার্থক্য থাকায় তাঁরা উপযুক্ত সহযোগীর সন্ধান করছেন। খবর রয়টার্সের।
বর্তমানে অ্যাপলের এই ক্রেডিট কার্ড শুধু যুক্তরাষ্ট্রে চালু আছে। গোল্ডম্যান স্যাক্সের সঙ্গে এ কার্ড চালু করেছে অ্যাপল।
ডিজিটাল ও ফিজিক্যাল ক্রেডিট কার্ড হিসেবে চালু হওয়া অ্যাপল কার্ডে কোনো নম্বর, সিভিভি নিরাপত্তা কোড, কার্ডে স্বাক্ষরের মতো বিষয় প্রয়োজন পড়ে না। এতে দ্রুত অনুমোদন, ক্যাশব্যাক বা কেনাকাটার সঙ্গে নানা সুবিধা রয়েছে।
অ্যাপলের কার্ড কেনাকাটার ক্ষেত্রে মেশিন লার্নিং (এমএল) ও অ্যাপল ম্যাপস ব্যবহার করে। কালার কোডের ওপর ভিত্তি করে খাবার, শপিং, বিনোদন প্রভৃতি ক্যাটাগরিতে কেনাকাটার বিষয়গুলো ব্যবস্থাপনা করা যায়।