বুধবার ● ২০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » তথ্যপ্রযুক্তির মেলা ‘কমিউনিক এশিয়া ২০১২’ শুরু
তথ্যপ্রযুক্তির মেলা ‘কমিউনিক এশিয়া ২০১২’ শুরু
সিঙ্গাপুরের মেরিনাবে ও সানটেক সিটিতে শুরু হয়েছে এ অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় তথ্যপ্রযুক্তির মেলা ‘কমিউনিক এশিয়া ২০১২’। এবারের মেলা আগেরবারের চেয়ে অনেক বড় এবং নতুন নতুন পণ্যের সমারোহে সমৃদ্ধ। মেলায় তথ্যপ্রযুক্তির নতুন নতুন পণ্যসামগ্রী দেখতে ভিড় জমাচ্ছে বিভিন্ন দেশের মানুষ।
মেলায় ৫১টি দেশের এক হাজার ৩০০ আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তাদের নতুন উদ্ভাবিত প্রযুক্তিসহ অংশ নিচ্ছে। এর মধ্যে দুই শতাধিক নতুন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বিভিন্ন জোনে পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলায় বাংলাদেশের রিভ সিস্টেমস ও জেনেসিস অংশ নিয়েছে। তারা নিজেদের মোবাইল বায়ালাডসহ অন্যান্য নতুন পণ্য দেখাচ্ছে। পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলায় অনুষ্ঠিত হচ্ছে তথ্যপ্রযুক্তির বিষয়। মেলা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.communicasia.com ঠিকানায়।