বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » বিশ্বজুড়ে চালু হল মাইক্রোসফটের উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপ
বিশ্বজুড়ে চালু হল মাইক্রোসফটের উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপ
বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপের (ডব্লিউভিডি) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। গত বছর সেপ্টেম্বরে এই উইন্ডোজের কথা জানায় প্রতিষ্ঠানটি।
উইন্ডোজটি শুরুতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা পাচ্ছিলেন। ১ অক্টোবর থেকে বিশ্বজুড়ে এটি ছাড়া হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রিভিউ ভার্সনের জন্যই প্রায় ২০ হাজার কোম্পানি আবেদন করে!
উইন্ডোজের এই সেবা অ্যাপভিত্তিক ব্যবহার করা যাবে। এ ছাড়া উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ম্যাক, আইওএস এবং এইচটিএমএল ৫ গ্রাহকেরাও পাবেন।
উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপ একটি নতুন সেবা, যেটি উইন্ডোজ ১০কে ‘ভার্চুয়ালাইজেশন’ করবে। গ্রাহকদের বাস্তবতার নিরিখে এমন সব অভিজ্ঞতার মুখোমুখি করবে, যাতে প্রতিষ্ঠানের ‘আউটপুট’ বাড়বে।
বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছে মাইক্রোসফট, ‘এখনকার দিনে ব্যবসা মানে ডেস্কটপ ভিত্তিক কার্যক্রম। কিন্তু সব কর্মী অফিসে বসে কাজ করেন না। উইন্ডোজ ভার্চুয়াল ডেস্কটপ যেকোনো লোকেশনে বসে নিরাপদে কাজ করার সুযোগ দেবে। ব্যবহার করা যাবে ক্লাউড।’
অর্থাৎ আপনি কম স্টোরেজের কম্পিউটার/ট্যাব দিয়ে মাইক্রোসফটের অ্যাজিউর ক্লাউড ব্যবহার করে দ্রুত কাজ করতে পারবেন।
উইন্ডোজ ৭’এও ‘ভার্চুয়াল’ সুবিধা দেবে উইন্ডোজ। ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সিকিউরিটি আপডেট থাকবে ফ্রি।