সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ৫, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » কিছু বিভাগের অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » কিছু বিভাগের অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা
৮৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিছু বিভাগের অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা

---
বৈশ্বিক অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটা। মালয়েশিয়াভিত্তিক গ্রুপটি সংশোধিত কৌশলের অংশ হিসেবে কয়েকটি বিভাগে নিজেদের অংশীদারিত্ব কমানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কয়েকটি বিভাগের অংশীদারিত্ব বিক্রির লক্ষ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে। এক্ষেত্রে বৃহৎ কোনো গ্রুপের সঙ্গে চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই আজিয়াটার। খবর রয়টার্স।

বৈশ্বিক টেলিযোগাযোগ খাত তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। খাতটিতে খুব একটা ভালো অবস্থানে নেই আজিয়াটা। ব্যবসায় বৈচিত্র্য আনতে গত মে মাসে এশিয়ায় নিজেদের ব্যবসা একীভূত করার উদ্যোগ নিয়েছিল টেলিনর ও আজিয়াটা গ্রুপ। এ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়েছিল। ওই সময় চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে একীভূতকরণ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করার ইঙ্গিত দেয়া হয়েছিল।
গত সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়ায় নিজেদের ব্যবসা একীভূত করার পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয় বিশ্বের অন্যতম শীর্ষ দুই টেলিযোগাযোগ গ্রুপ টেলিনর ও আজিয়াটা। গত ৬ সেপ্টেম্বর এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার মাস উভয় প্রতিষ্ঠান ব্যবসা একীভূতকরণের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। কিন্তু একীভূতকরণ বিষয়ে প্রস্তাবিত লেনদেন নিয়ে কিছু জটিলতা দেখা দেয়ায় উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে এশিয়ায় ব্যবসা একীভূতকরণের আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

টেলিনর ও আজিয়াটা গ্রুপ এখনো প্রস্তাবিত একীভূতকরণের কৌশলগত যৌক্তিকতা স্বীকার করে। কাজেই এশিয়ায় ভবিষ্যতে ব্যবসা একীভূতকরণ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা বা আর্থিক লেনদেনের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে প্রতিষ্ঠান দুটি গত মে মাসের গৃহীত পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।
আজিয়াটার সিংহভাগের মালিকানায় রয়েছে মালয়েশিয়া সরকারের সার্বভৌম সম্পদ তহবিল খাজানাহ ন্যাশনাল বারহাদ এবং আরো কয়েকটি রাষ্ট্রসংশ্লিষ্ট তহবিল। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে আজিয়াটা। বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল ও জাপানের এনটিটি ডোকোমোর একটি যৌথ উদ্যোগ। এ প্রতিষ্ঠানে আজিয়াটার ৬৮ দশমিক ৭, ভারতী এয়ারটেলের ২৫ ও এনটিটি ডোকোমোর ৬ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে।

আজিয়াটা নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ টাওয়ার অবকাঠামো সার্ভিস কোম্পানি ইডটকো গ্রুপ। আজিয়াটার এ সহযোগী প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ক্রয়ে নাইজেরিয়ার আইএইচএস টাওয়ার্স আগ্রহ প্রকাশ করেছে। আইএইচএস টাওয়ার্সের পক্ষ থেকে এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় পিটিএক্সএল আজিয়াটা নামে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে আজিয়াটা। এ প্রতিষ্ঠানেরও ৬৬ দশমিক ৪ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় আজিয়াটা। পিটিএক্সএল আজিয়াটার শেয়ার কিনতে হংকংয়ের সিকে হাচিসন হোল্ডিংসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে আজিয়াটা।

ভারতে টেলিযোগাযোগ খাতের অন্যতম সেলফোন অপারেটর আইডিয়া সেলুলার থেকে এরই মধ্যে অংশীদারিত্ব গুটিয়ে নিয়েছে আজিয়াটা। অন্যদিকে আইডিয়া সেলুলার এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক ভোডাফোন গ্রুপের ভারতীয় ইউনিট ভোডাফোন ইন্ডিয়ার সঙ্গে কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট ভোডাফোন-আইডিয়া লিমিটেড নামে ভারতে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।
বিশ্লেষকদের ভাষ্যে, এশিয়ায় টেলিনর ও আজিয়াটা একীভূতকরণ পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরই কয়েকটি ব্যবসা বিভাগের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে আজিয়াটা। টেলিনর ও আজিয়াটা একীভূতকরণ মাধ্যমে সৃষ্ট নতুন ব্যবসায়িক উদ্যোগের কার্যক্রম মালয়েশিয়া থেকে পরিচালিত হওয়ার কথা ছিল। গত মে মাসের ঘোষণা অনুযায়ী মার্জকো নামে পরিচালিত হওয়ার কথা একীভূত কোম্পানির কার্যক্রম। এশিয়ায় উভয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা অবকাঠামো সমন্বয় করে ব্যবহার করার ঘোষণা দেয়া হয়েছিল।

এশিয়ার টেলিকম বাজার দখলে নিতে একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছিল টেলিনর ও আজিয়াটা গ্রুপ। এশিয়ার নয়টি দেশে প্রায় ৬০ হাজার টাওয়ার ও ৩০ কোটি গ্রাহক রয়েছে টেলিকম প্রতিষ্ঠান দুটির। মার্জকোর সিংহভাগ শেয়ার থাকার কথা টেলিনরের নিয়ন্ত্রণে। একীভূতকরণ পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন বিভিন্ন বিভাগের শেয়ার বিক্রি করতে চাচ্ছে আজিয়াটা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
১১-২১ নভেম্বর পর্যন্ত চলবে দারাজ ১১.১১ ক্যাম্পেইন
এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
অপো বাংলাদেশের ১০ম বর্ষপূর্তিতে বিশেষ অফার
বিশ্বসেরা ১০০ ব্র্যান্ডের তালিকায় শাওমি
শাওমি ইমেজারি অ্যাওয়ার্ড ২০২৪ শুরু
দেশে চীনের আইমা ব্র্যান্ডের মোটরবাইক
অনলাইনে পাওয়া যাচ্ছে ড. মনির ভূঁঁইয়া’র বিদেশে পড়ালেখা বই
আমি প্রবাসীর অর্ধবার্ষিক প্রতিবেদনের তথ্য: দক্ষ কর্মী অভিবাসনে একাউন্টেন্টদের চমক
প্রতিমাসে দেশের অর্ধেক শিল্প প্রতিষ্ঠান নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হচ্ছে: ক্যাসপারস্কি
‘প্রয়াস’ এর সাথে বাংলালিংকের ‘উইমেনটর এক্সপেরিয়েন্স ডে’ আয়োজন