মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » মালিক-ভাড়াটিয়ার তথ্য নিবন্ধনে ডিএমপির নতুন অ্যাপ
মালিক-ভাড়াটিয়ার তথ্য নিবন্ধনে ডিএমপির নতুন অ্যাপ
ঢাকার বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং মেসের সদস্যদের তথ্য নিবন্ধনের জন্য মোবাইল অ্যাপ এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘সিআইএমএস’ নামের অ্যাপটি সম্প্রতি প্লে স্টোরে উন্মোচন করা হয়েছে। এ অ্যাপ ডাউনলোড করে যে কেউ সেখানে তথ্য যোগ করতে পারবেন। তবে তাদের যে তথ্য নিবন্ধন কার্যক্রম সেটা ম্যানুয়ালিও অব্যাহত থাকবে।
এর আগে একই নামে ঢাকায় বসবাস করা নাগরিকদের তথ্য সংগ্রহে ২০১৬ সালের সেপ্টেম্বরে তথ্য ভা-ার উদ্বোধন করা হয়েছিল। নতুন এ অ্যাপটি গুগলের প্লে স্টোরেই পাওয়া যাবে। এর আইওএস সংস্করণ অল্প সময়ের মধ্যেই আনা হবে। অ্যাপটিতে তথ্য নিবন্ধনের জন্য একটি মোবাইল নম্বর দিলে ভেরিফিকেশন কোড যাবে। এরপর সেটি দিয়ে লগইন করতে পারবেন নাগরিকরা। এরপর যথাযথ নিয়ম অনুসরণ করে বিস্তারিত তথ্য দিয়ে মালিক-ভাড়াটিয়া ও মেস সদস্যরা সেখানে নিবন্ধন করতে পারবেন।