মঙ্গলবার ● ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » দেশে উদ্বোধন করা হল আসুসের এক্সপিরিয়েন্স জোন
দেশে উদ্বোধন করা হল আসুসের এক্সপিরিয়েন্স জোন
তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস বাংলাদেশে প্রথম ‘আসুস এক্সপিরিয়েন্স জোন’ উদ্বোধন করল চট্টগ্রামে। আসুসের এক্সপিরিয়েন্স জোনটি কম্পিউটার ভিলেজের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় অবস্থিত (ওয়ালি টাওয়ার, শেখ মুজিব রোড)। আসুস ব্র্যান্ডের সকল মডেলের ল্যাপটপ দেখে ও পরখ করে নেয়া যাবে এই এক্সপিরিয়েন্স জোন থেকে।
আসুসের প্রথম এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন উদযাপনে বিশেষ অফার ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আসুসের যেকোনো ল্যাপটপ কিনলেই মিলবে আড়ং গিফট ভাউচার। পাশাপাশি স্ক্র্যাচ কার্ড ঘষে জিতে নেওয়া যাবে রাউটার, পেনড্রাইভ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার স্ট্রিপ, আসুস গিফট বক্স এবং টি-শার্ট সহ নানা আকর্ষণীয় উপহার। এছাড়াও আসুসের ল্যাপটপ ২০টি ব্যাংকের ক্রেডিট কার্ডে ৬ মাসের ইন্টারেস্টবিহীন কিস্তিতে কেনা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান লিয়ন ইউ, আসুস বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও কান্ট্রি হেড আল ফুয়াদ, বাংলাদেশে আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দীন খন্দকার, জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস, কম্পিউটার ভিলেজের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, পরিচালক তৌফিক এলাহী, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি সুফিয়ান আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক দিদারুল আলম জুয়েল সহ সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ল্যাপটপ কেনার আগে দেখে ও পরখ করে নেয়ার জন্য আসুসের এই উদ্যোগ ক্রেতাদের পণ্য নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন আসুস কর্তৃপক্ষ।