![ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |](https://www.dailyictnews.com/cloud/archives/fileman/ICT-NEWS-LOGO-2024-55px.png)
বুধবার ● ২০ জুন ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিসম্বরের মধ্যে সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজ শেষ হবে
ডিসম্বরের মধ্যে সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজ শেষ হবে
এই বছরের ডিসেম্বরের মধ্যে ঢাকার কাওরান বাজারস্থ জনতা টাওয়ারকে সফটওয়্যার টেকনোলজি পার্কে রূপান্তর করার কাজ শেষ হবে এবং এটি একটি আন্তর্জাতিক মানের সফটওয়্যার টেকনোলজি পার্ক হবে বলে জানিয়েছেন পার্ক স্থাপনের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান টেকনোপার্ক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী। গত ১২ জুন জনতা টাওয়ারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, ১০ জুন জনতা টাওয়ারকে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক অথিরিটির সাথে তাদের প্রতিষ্ঠানের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের সহ-আয়োজক হিসাবে ছিলো বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসেসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি)।
শওকত আলী জানান, ভারতের কেরালা রাজ্যের সফটওয়্যার টেকনোলজি পার্ক টেকনোপার্ক ত্রিডান্দ্রম এবং চীনের জিয়ামেন সফটওয়্যার টেকনোলজি পার্কের সাথে ইতিমধ্যে তাদের কারিগরী সহযোগী চুক্তি হয়েছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়াতে অবস্থিত বৃহত্তম টেকনোলজি পার্ক সিলিকনভ্যালি, ভারতের ব্যাঙ্গরোর, কেরালা ও পশ্চিমবঙ্গে অবস্থিত বিভিন্ন হাইটেক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন করা হয়েছে। এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে সর্বোচ্চ সুবিধার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিএস সভাপতি ফয়েজউল্লা খান, বেসিস সভাপতি মাহবুব জামান, আইএসপিএবি সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান প্রমুখ।