বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৩
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » স্মার্টফোন ও ট্যাবলেটের কল্যাণে কমছে কম্পিউটারের চাহিদা
স্মার্টফোন ও ট্যাবলেটের কল্যাণে কমছে কম্পিউটারের চাহিদা
স্মার্টফোন ও ট্যাবলেটের কারণে চাহিদা কমছে কম্পিউটারের। কয়েক বছর ধরেই এমনটি ঘটছে। তবে এ বছর কম্পিউটারের বিক্রি প্রত্যাশার তুলনায় অনেক কম হবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।তাদের মতে, এবার কম্পিউটার বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় ৯.৭ শতাংশ পর্যন্ত কম হতে পারে। এর আগে প্রতিষ্ঠানটি কম্পিউটার বিক্রির পরিমাণ ৭.৮ শতাংশ কম হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
আইডিসির গবেষকরা আরো জানান, শুধু এ বছরই কম্পিউটার বিক্রিতে মন্দাবস্থা যাবে তা নয়। আগামী বছরও এ ধারা অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে কম্পিউটার বিক্রির পরিমাণ কমে যাওয়াই এর অন্যতম কারণ।
জানা গেছে, কম্পিউটারের চাহিদা কমলেও বিক্রি বাড়ছে ট্যাবলেট কম্পিউটারের। এ বছর ট্যাবলেট কম্পিউটারের বিক্রি ৫৭.৭ শতাংশ বেশি হতে পারে বলে জানিয়েছে আইডিসি।